Wednesday, August 14, 2013

৩. ভারতীয় ইতিহাসের কিছু বিস্মৃত ঘটনা - সময় অঞ্চল (Time Zone)

. ভারতীয় ইতিহাসের কিছু বিস্মৃত ঘটনা - সময় অঞ্চল (Time Zone)

 

প্রাচীন নথিপত্রে ভারতবর্ষের মানক সময় ঠিক হতো সূর্য সিদ্ধান্ত মতে। এই হিসেবে শূন্য দ্রাঘিমাংশের রেখা কল্পনা করা হয় অবন্তী রোহিতাকার মধ্যে দিয়ে। অবন্তী (২৩°১০৫৮উঃ, ৭৫°৪৬৩৮পূঃ) হলো অধুনা উজ্জয়নী এবং রোহিতাকা (২৮°৫৪উঃ, ৭৬°৩৮পূঃ) হলো অধুনা রোহতাক। সূর্য সিদ্ধান্তে উজ্জয়নীর মানক সময় থেকে স্থানীয় সময় নির্ণয় করার পদ্ধতি বলা হলেও, তার ব্যবহার জ্যোতির্বিদ্যার মধ্যেই সীমিত ছিলো। বিভিন্ন রাজ্যের শাসকরা সুবিধেমতো নিজেদের স্থানীয় সময় ঠিক করে নিতেন। যেমন ১৭৩৩ সালে জয়পুরে মহারাজা সোঁয়াই মান সিংহের তৈরী যন্তর মন্তর সঠিকভাবে স্থানীয় সময় নির্ধারণ করতে ব্যবহৃত হত।

 

ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম মানমন্দির তৈরী করে চেন্নাই বা তৎকালীন মাদ্রাজে, কারণ মাদ্রাজ ছিলো অবিভক্ত ভারতবর্ষের প্রায় মধ্যরেখায় অবস্থিত। উল্লেখ করা যেতে পারে তৎকালীন কেন্দ্র মাদ্রাজের দ্রাঘিমাংশ ৮০°১৭' আর অধুনা কেন্দ্র এলাহাবাদের নিকটস্থ মির্জাপুরের দ্রাঘিমাংশ হলো ৮২°৩০'  ১৮০২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম জ্যোতির্বিদ জন গোল্ডিংহ্যাম মাদ্রাজ মানক সময় চালু করেন। এটি ছিলো গ্রিনউইচ মান সময়ের থেকে ঘন্টা ২১ মিনিট ১৪ সেকেন্ড আগে ছিলো। সেই অর্থে বলা যায় মাদ্রাজ সময় ( ইউটিসি + :২১) মাত্র প্রায় মিনিট তফাতে, স্বাধীন ভারতের মানক সময়ের সবথেকে নিকটতম অগ্রদূত ছিলো।

 

পরে যখন ইংরেজ শাসিত ভারতে কলকাতা বোম্বে নামে দুটি সময় অঞ্চল (টাইম জোন) চালু হয়, তখন ভারতীয় রেল মধ্যবর্তী সময় অঞ্চল হিসেবে মাদ্রাজ মানক সময় মেনেই সময়সূচী তৈরী করতো। তাই অনেকসময় মাদ্রাজ মানক সময়কে বলা হয় ভারতীয় রেলের মানক সময় প্রায় ৮২ বছর মাদ্রাজ মানক সময় ছিলো, ভারতের মানক সময়। তখন মাদ্রাজ মানমন্দিরের ঘড়ির সাথে একটা বন্দুক এমনভাবে জোড়া ছিলো যে, ঠিক রাত টার একটা বন্দুকের ঘোড়াটিতে টান পড়তো। এই গুলির আওয়াজ জানান দিতো যে সারাদিন মানক সময়ের সবকিছু ঠিকঠাক চলেছে। ১৮৯৯ সালে কোদাইকানালে জ্যোতিঃপদার্থবিজ্ঞান কেন্দ্র চালু হয়। এটি একটি সৌর পদার্থবিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করতো। এই সময় থেকে মাদ্রাজ মানমন্দিরের সমস্ত কাজকর্ম কোদাইকানালে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

১৮৮৪ সালে প্রশাসনিক কাজকর্মের সুবিধের জন্যে দুটি ভারতের দুটি সময় অঞ্চল তৈরী হয়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের  ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স সময় ঠিক হয় একটি কলকাতা (এখন কোলকাতা), অপরটি বোম্বে (এখন মুম্বাই) কলকাতার সময় ঠিক হয় ৯০° পূর্ব দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে (আসলে ৮৮°২২') এবং বোম্বের সময় ঠিক হয় ৭৫° পূর্ব দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে (আসলে ৭২°৫৪') সেইমত কলকাতা সময় (ইউটিসি + :৫৩:২০ বা ইউটিসি + :৫৪) ভারতীয় মানক সময়ের (ইউটিসি + :৩০) থেকে চব্বিশ মিনিট আগে, বোম্বে সময়ের (ইউটিসি + :৫১) থেকে এক ঘন্টা এবং তিন মিনিট আগে এবং রেলের মানক সময় বা মাদ্রাজ সময় (ইউটিসি + :২১) থেকে ৩২ মিনিট ২০ সেকেন্ড আগে ছিলো। 

 

১৮৭৪ সালের পঞ্জিকা ডাইরেক্টরীতে দেখা যায় রেলের সময় উল্লেখ করা হয়েছে "রেলওয়ে কোম্পানির গাড়ি গমনাগমনের নিয়মিত সময়, কলিকাতার টাইম হইতে ৩৩ মিনিট কম" তৎকালীন ভারতবর্ষের রাজধানী হওয়ার সুবাদে কলকাতার সময় সারা ভারতবর্ষেই বহুল ব্যবহৃত সময় ছিলো। অল ইন্ডিয়া রেডিওর সংবাদ সম্প্রচার হতো কলকাতা সময় অনুসারেই। ব্রিটিশ সাম্রাজ্যের জ্যোতির্বিদ্যা এবং ভূতাত্ত্বিক ঘটনার নথিতেও এই সময়ই মেনে চলা হতো। ব্রিটিশ অধিকারীকরাও সচরাচর এই সময়কেই মেনে চলতেন। ১৯০৬ সালে ভারতীয় প্রমাণ সময় (আইএসটি) গৃহীত হবার পরেও প্রায় ১৯৪৮ সাল পর্যন্ত্য কলকাতা সময় চালু ছিলো।

 

বোম্বে সময়ও (ইউটিসি + :৫১) চালু হয় ১৮৮৪ সাল থেকে। ১৯০৬ সালে ভারতীয় মানক সময় চালু হওয়ার সময় স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের একটি বোমা বিস্ফোরণের মামলায় বিচার চলছিলো। সরকারের বিরুদ্ধে জনমতের সুযোগ নিয়ে বিশিষ্ট ব্যারিস্টার ফেরোজশাহ মেহতা জোর করে সময় অঞ্চল পরিবর্তনের বিরুদ্ধে সওয়াল করেন। সরকারও জনমতকে নিজেদের দিকে আনতে ব্যর্থ হয়ে এই ব্যাপারে হল ছেড়ে দেয়। এর ফলে ১৯৫৫ সাল পর্যন্ত্য  বোম্বে সময় চালু ছিলো।

 

এছাড়াও উনিশ শতকের শুরুর দিকে পোর্ট ব্লেয়ার গড় সময় চালু হয় বঙ্গোপসাগরে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্যে। ৯২°৪৩'৩৩.'' পূর্ব দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে এই সময় ছিলো সবথেকে আগে (ইউটিসি + :১১)  কলকাতা সময়ের থেকেও ১৭ মিনিট ৩৪ সেকেন্ড আগে। তবে ১৯০৬ সালে থেকে ভারতীয় মানক সময় চালু হলে পোর্ট ব্লেয়ার গড় সময় লোপ পায়।

 

ভারতীয় মানক সময় (আইএসটি) চালু হয় ১৯০৬ সালের ১লা জানুয়ারী থেকে। এটি উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছেই অবস্থিত মির্জাপুরের একটি ঘড়ি টাওয়ার অনুসারে ৮২°৩৪'৪৮'' দ্রাঘিমাংশের ভিত্তিতে গণনা করা হয়, যাতে হিসেবের সুবিধের জন্যে এটি গ্রিনউইচ মান সময়ের সাথে ঠিক সাড়ে পাঁচ ঘন্টা আগে থাকে (ইউটিসি + :৩০) কোদাইকানাল থেকে মানমন্দির চলে আসে মির্জাপুরে। স্বাধীনতার পর প্রায় তিন বছর তৎকালীন পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) সহ সমগ্র পাকিস্তানেই ভারতীয় মোন সময় মেনে চলা হতো। ১৯৫১ সালের পর পাকিস্তান এবং পরে বাংলাদেশ অন্য সময় অঞ্চল মেনে চললেও ভারতীয় মানক সময় ভারত শ্রীলঙ্কার সর্বত্র মেনে চলা হয়।

 

সামরিক বিমান চালনা সময় আইএসটিকে বলা হয় * ("ইকো ষ্টার") ১৯০৬ সালেও কলকাতা ভারতের রাজধানী হওয়ার সুবাদে IANA Time Zone Database- ভারতীয় মানক সময় হলো এশিয়া/কলকাতা। অল ইন্ডিয়া রেডিও বা দূরদর্শনের মাধ্যমে সংবাদ সম্প্রচারের আগে ভারতীয় মানক সময় প্রচার করার রীতি আজও চালু আছে। ভারতে দিবালোক সংরক্ষণ সময় (ডিএসটি) বা কোনো ঋতু অনুসারে সময় সমন্বয় করা হয়না।  যদিও অসামরিক ক্ষেত্রে শক্তি খরচ কমানোর জন্যে ভারতে সংক্ষিপ্তভাবে তিনবার ডে লাইট সেভিং বা দিবালোক সংরক্ষণ সময় চালু হয়। এই তিনটি সময় হলো ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধ এবং ১৯৬৫ ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধ।

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.