বি ই কলেজের ছেলে
- শঙ্খকর ভৌমিক
অনেক বছর আগের সেদিন আবার যদি পাই,
পুরনো সেই কলেজবেলায় আবার ফিরে যাই।
জীবন পথের পিছন বাঁকে সেদিন বরং থেমে
নিজের দিকে হাঁটবো আবার,শেষ স্টপেজে নেমে।
ঝিলের ধারের অলস হাওয়া আসবে মৃদু পায়,
বলবে ডেকে,"ঘরের ছেলে, আবার ঘরে আয়।"
অনেক আগের হারিয়ে যাওয়া পুরানো কোন মায়া
ফিরিয়ে দেবে পথের ধারে গাছগাছালির ছায়া।
আমায় তখন চিনবে না কেউ,আমিও কি আর চিনি?
এই কলেজের কাছেই তবু চিরজীবন ঋণী।
ফার্স্ট ইয়ারের ওই যে ছেলে যাচ্ছে হেঁটে ক্লাসে
দেখলে তাকে নিজের কথাই প্রথম মনে আসে।
ভুলগুলো সব শুধরে নেবার সুযোগ যদি পাই,
বুঝতে যাদের ভুল করেছি,ডাকব তাদের 'ভাই'।
অনেক বছর আগের সময় হঠাৎ ফিরে পেলে
একটিবারের জন্য হব বি ই কলেজের ছেলে।
Jul 29, 2012 7:06pm
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.