Tuesday, December 25, 2012

আ মরি বাংলা ভাষা ... A mori bangla bhasa

শুরু করছি একটা ছোটো প্রয়াস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা বিভিন্ন রকম। আজ শোনাব একটা ছোটো গলপো। পুরুলিয়ার এক গ্রামের জমিদার ছেলের বিয়ে হবে কলকাতায়। এখনো পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ব্ল্যাক আউটের নিয়ম মেনে সন্ধ্যের মধ্যে গ্রামের সব আলো নিভিয়ে দেওয়া হয়। পিতৃদেবের গুরুঠাকুর এলেও কেউ দরজা খুলবে না। জমিদার বরযাত্রী আর বর নিয়ে বিকেল বিকেল দুরের রেলস্টেশনে চলে এলেন। ট্রেন ভোর বেলায়। গ্রামের লোকেরা ট্রেন দেখেনি। খুব আগ্রহ। খোজ নিয়ে জানা গেলো গোমো প্যাসেঞ্জার পাস করবে রাতের দিকে তবে দাড়াবে না। ট্রেনের খবর হলে উঠিয়ে দেবেন বলে জমিদার সবাইকে ঘুমিয়ে পড়তে বললেন। সবাই মুড়ির সাথে ছোলা মটোর ভাজা খেয়ে ঘুমিয়ে পড়ল।

সময় হলে টুংটাং শব্দে সবাই উঠে প্লাটফর্মে দাড়িয়ে পড়ল। ট্রেন এলো, একটু ধোঁয়া বার করে কু ঝিকঝিক করে চলে গেল। জমিদার ট্রেন দেখে অবাক। কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে বললেন, "বটেব বটে ইঞ্জিন ঠাকুর। হা ভাল্লি বাবা। টুকচুন ছিলিমটো সুলগালেক আর গোটা লাটফরমটা ধোকোপোকো ধোকোপোকো দনদনাইয়া চলি গেলা।"
 
কেউ আর ঘুমায় না। সেই অদ্ভুত ট্রেন নিয়ে গল্পো চললো। ভোরের ট্রেনে করে সবাই কলকাতায় এলেন। কন্যাপক্ষ তাড়াতাড়ি এসে বরপক্ষকে অনুরোধ করে বললো, "আসুন আসুন, বাইরে অনেকগুলো মোটড়  রেডি আছে আপনাদের জন্যে"। জমিদার ভাবলেন শহরের লোকেরা ফাজলামি করছে। সকালে মোটর দিয়ে মুড়ি খাব নাকি। এসব ভেবে হটাত খেপে গিয়ে বললেন "কতোগুলো মটোর আছে আপনাদের?" উত্তর পেলেন তা বেশ কিছু।
 
জমিদার হাঁক পারলেন দলের অশোক বলে একটি ছেলেকে "ওরে ওশকা, নিয়ে আয় তো ঝোলাটা।" অশোক নিয়ে এলে উনি ঝোলা খুলে সব মটোরভাজা ছড়িয়ে দিলেন প্লাটফর্মে, বললেন "ভালুন কোতো মটোর আছে। মিউনিসিপালিটি থেকে কাড়ার ভ্যান লইয়া আসেন আমার পোলাপানের  লগে।" অতঃপর  মেয়ের বাড়ি থেকে কি করেছিল জানা নেই। কেউ জানলে বলবেন।

অর্থ: বটেব বটে - ওরে বাবা; ভাল্লি - দেখলাম; টুকচুন - একটুকু;  ছিলিমটো - ধোঁয়াটা;  সুলগালেক -  বার করল; লাটফরমটা - প্লাটফর্ম; ধোকোপোকো ধোকোপোকো দনদনাইয়া - ধুকপুক ধুকপুক শব্দে কাঁপিয়ে; ওশকা - আশোক; কাড়ার ভ্যান - মোষের গাড়ি;  পোলাপানেরছেলের।
 
(Screenshot attached if the Bengali font is not coming properly in your screen)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.