Thursday, January 10, 2013

শীতের পরেই বসন্ত

শীতের পরেই বসন্ত
***********************
 
শীত পড়েছে, খেল জমেছে, নামছে দেখো পারদ,
অজয় হঠাৎ সুজয় হলো, চাল চেলেছে নারদ।
হীরক রাজার পেয়াদা - হয়েছে নাকি বদল,
মগজ ধোলাই হলেই দেখো আবার দলবদল।
ভরসা পূর্তি, ভারী ফুর্তি, হাতে হাত ধরাধরি,
নাও খাও কর দাও, কবলা দাও তাড়াতাড়ি।
হাতে আংটি, মন্ত্রী সান্ত্রী, বলছে ঠিক ঠিক,
আংটি কাজে না দিলেই দুত্তোর বেল্লিক।
রাজার বড় ভয়, যদি যায় সবাই সব জেনে,
ভয় দেখিয়ে পণ্ডিতদের পাঠিয়ে দিলো বনে।
কাজের ফাঁকে মন খোঁজে শাল পিয়ালের বন,
বনভোজনের সুরাপাত্রে ভরায় সবার মন।
মহারাজা তোমারে সেলাম, তোমার দলে এলাম,
তোমার সাথে তাল মিলিয়ে এতটা পথ এলাম।
রাজার শ্রমিক খেটে গেল, মুখটি উল্টো করে,
বছর গেল, প্রধানমন্ত্রীর বার্তা দিল ফাঁস করে।
তবু যেন কোথাও আছে গবেষক, গুপি র বাঘা,
যন্তর মন্তর, মগজ ধোলাই, ঘুষ নেয় রাজপেয়াদা।
বন্ধু যারা, তেল দেয় না, উচিত কথাই বলে,
মন ভোলানো বন্ধু হলে জেনো স্বার্থ নিয়ে চলে।
দেখো ছত্রাকের বাদ পড়া সিন, ভুলে যাও এগারো,
ভুতের ভবিষ্যত, অন্তরে বাহিরে এক ভাবো বা করো।
দড়ি ধরে মারলে টান, রাজা হবে খন্ড খন্ড,
চিনতে পার যদি, ধান্দাবাজ আর কিছু ভন্ড।
কর্ নয় করো, সোজাসুজি বাদ দাও হসন্ত,
ফুল না ফুটলেও সেদিন হবে বসন্ত।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.