Sunday, January 13, 2013

বাস্তুঘুঘু - Bastu Ghughu

বাস্তুঘুঘু
 
হিসেবমতো আমরা সংখ্যালঘু, আল্হাদেতেই থাকি,
আমাদের কিছু বলতে এলেই, হুমকি দিয়ে রাখি|
আগে আমরা জনা-চার আসি, পরে আসে সব ভাইয়া,
উড়ে এসে জুড়ে বসি, দুটো হাত জোড় করিয়া|
সাদা টাকা, কালো টাকা, টাকাই হলো মহান,
টাকার কি আর রং হয় গো, কাটলে পড়ে দু'কান|
মল-মুত্র বা ভূমিপুত্র - এদেরকে ভয় নাই,
উমিচাঁদ বা জগৎশেঠ হয়ে মীরজাফর বানাই|
বঙ্গবাসী ভারী মজার, মেরুদণ্ড গা-য়েব,
সবারই গোলামি করে - মোঘল কিংবা সাহেব|
যারা বাগ মানে না, তাদের অন্য দাওয়াই,
মিথ্যা অপবাদে  তাদের ঘর পাঠাই|
বানিজ্য বসতে লক্ষী - সেসব আগে হত,
এখন যত ব্যাবসা সব মোদের কুক্ষিগত|
আগের মতো ঘরবাড়ি আর অট্টালিকা হাপিস,
এখন যেসব অনেকে মিলে পায়রার খোপে থাকিস|
সাম্প্রদায়িক সম্প্রীতি - সেটা কি আছে জানা?
সংখ্যাগুরু ভূমিপুত্রর বেশি উল্লাস মানা|
সংখ্যালঘুর যখন ইচ্ছে, যা ইচ্ছে আবদার,
মিটিং, মিছিল কিংবা নিজের কোনো কারবার|
বুদ্ধিজীবী পরজীবী বিশেষ-অজ্ঞ সব পন্ডিত,
দাড়ি নেড়ে বলবে তেড়ে 'মানিয়ে চলাই উচিত'|
সেপাই সান্ত্রী, উজির মন্ত্রী সবাই অনেক উদার,
নাম কামাতে, পকেট ভরতে হুড়োহুড়ি দেদার|
সুযোগ বুঝে ঠিক সময়ে জোড় হাতটা খুলি,
একটা হাতে পা ধরলেও, অন্যটা গলার নালী|
বিনিয়োগের দশগুন তুলতে এদের ঘাড় ধরে,
দু-নম্বরি বা দশ-নম্বরি - থোড়াই কেয়ার করে|
ভুল করো না এইটি ভেবে - আমরা সংখ্যালঘু,
দু-চার বছর কাটলে দেখবে হবই - বাস্তুঘুঘু|

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.