Sunday, January 27, 2013

Books Written by Subhas Chandra Bose

Please find below a link which contains links for all books written by Netaji Subhas Chandra Bose along with other details on him. Those are available here in pdf form. Wonderful site!
 
 

Sunday, January 13, 2013

বাস্তুঘুঘু - Bastu Ghughu

বাস্তুঘুঘু
 
হিসেবমতো আমরা সংখ্যালঘু, আল্হাদেতেই থাকি,
আমাদের কিছু বলতে এলেই, হুমকি দিয়ে রাখি|
আগে আমরা জনা-চার আসি, পরে আসে সব ভাইয়া,
উড়ে এসে জুড়ে বসি, দুটো হাত জোড় করিয়া|
সাদা টাকা, কালো টাকা, টাকাই হলো মহান,
টাকার কি আর রং হয় গো, কাটলে পড়ে দু'কান|
মল-মুত্র বা ভূমিপুত্র - এদেরকে ভয় নাই,
উমিচাঁদ বা জগৎশেঠ হয়ে মীরজাফর বানাই|
বঙ্গবাসী ভারী মজার, মেরুদণ্ড গা-য়েব,
সবারই গোলামি করে - মোঘল কিংবা সাহেব|
যারা বাগ মানে না, তাদের অন্য দাওয়াই,
মিথ্যা অপবাদে  তাদের ঘর পাঠাই|
বানিজ্য বসতে লক্ষী - সেসব আগে হত,
এখন যত ব্যাবসা সব মোদের কুক্ষিগত|
আগের মতো ঘরবাড়ি আর অট্টালিকা হাপিস,
এখন যেসব অনেকে মিলে পায়রার খোপে থাকিস|
সাম্প্রদায়িক সম্প্রীতি - সেটা কি আছে জানা?
সংখ্যাগুরু ভূমিপুত্রর বেশি উল্লাস মানা|
সংখ্যালঘুর যখন ইচ্ছে, যা ইচ্ছে আবদার,
মিটিং, মিছিল কিংবা নিজের কোনো কারবার|
বুদ্ধিজীবী পরজীবী বিশেষ-অজ্ঞ সব পন্ডিত,
দাড়ি নেড়ে বলবে তেড়ে 'মানিয়ে চলাই উচিত'|
সেপাই সান্ত্রী, উজির মন্ত্রী সবাই অনেক উদার,
নাম কামাতে, পকেট ভরতে হুড়োহুড়ি দেদার|
সুযোগ বুঝে ঠিক সময়ে জোড় হাতটা খুলি,
একটা হাতে পা ধরলেও, অন্যটা গলার নালী|
বিনিয়োগের দশগুন তুলতে এদের ঘাড় ধরে,
দু-নম্বরি বা দশ-নম্বরি - থোড়াই কেয়ার করে|
ভুল করো না এইটি ভেবে - আমরা সংখ্যালঘু,
দু-চার বছর কাটলে দেখবে হবই - বাস্তুঘুঘু|

Saturday, January 12, 2013

150th Birth Anniversary of Swami Vivekananda

 
Strength is Life, Weakness is Death – Swami Vivekananda
 
Through the vistas of the past the voice of the centuries is coming down to us ... and the first message it brings us is: Peace be unto you and to all religions. It is not a message of antagonism, but of one united religion. – Swami Vivekananda
 
 
On the occasion of 150th Birthday of Swami Vivekananda please find below some useful links:
 
    The Complete Works of Swami Vivekananda by Belur Math - http://cwsv.belurmath.org/
 
    Complete Works of Swami Vivekananda by Advaita Ashrama - http://www.advaitaashrama.org/cw/content.php
 
    Sri Ramakrishna and Swami Vivekananda including Kathamrita in English and Bengali - http://www.ramakrishnavivekananda.info/

Thursday, January 10, 2013

শীতের পরেই বসন্ত

শীতের পরেই বসন্ত
***********************
 
শীত পড়েছে, খেল জমেছে, নামছে দেখো পারদ,
অজয় হঠাৎ সুজয় হলো, চাল চেলেছে নারদ।
হীরক রাজার পেয়াদা - হয়েছে নাকি বদল,
মগজ ধোলাই হলেই দেখো আবার দলবদল।
ভরসা পূর্তি, ভারী ফুর্তি, হাতে হাত ধরাধরি,
নাও খাও কর দাও, কবলা দাও তাড়াতাড়ি।
হাতে আংটি, মন্ত্রী সান্ত্রী, বলছে ঠিক ঠিক,
আংটি কাজে না দিলেই দুত্তোর বেল্লিক।
রাজার বড় ভয়, যদি যায় সবাই সব জেনে,
ভয় দেখিয়ে পণ্ডিতদের পাঠিয়ে দিলো বনে।
কাজের ফাঁকে মন খোঁজে শাল পিয়ালের বন,
বনভোজনের সুরাপাত্রে ভরায় সবার মন।
মহারাজা তোমারে সেলাম, তোমার দলে এলাম,
তোমার সাথে তাল মিলিয়ে এতটা পথ এলাম।
রাজার শ্রমিক খেটে গেল, মুখটি উল্টো করে,
বছর গেল, প্রধানমন্ত্রীর বার্তা দিল ফাঁস করে।
তবু যেন কোথাও আছে গবেষক, গুপি র বাঘা,
যন্তর মন্তর, মগজ ধোলাই, ঘুষ নেয় রাজপেয়াদা।
বন্ধু যারা, তেল দেয় না, উচিত কথাই বলে,
মন ভোলানো বন্ধু হলে জেনো স্বার্থ নিয়ে চলে।
দেখো ছত্রাকের বাদ পড়া সিন, ভুলে যাও এগারো,
ভুতের ভবিষ্যত, অন্তরে বাহিরে এক ভাবো বা করো।
দড়ি ধরে মারলে টান, রাজা হবে খন্ড খন্ড,
চিনতে পার যদি, ধান্দাবাজ আর কিছু ভন্ড।
কর্ নয় করো, সোজাসুজি বাদ দাও হসন্ত,
ফুল না ফুটলেও সেদিন হবে বসন্ত।

National Library in Kolkata

The National Library of India (Bengali: ভারতের জাতীয় গ্রন্থাগার) established in 1836 at Belvedere, Kolkata, is the largest library in India by volume and India's library of public record. Read more http://en.wikipedia.org/wiki/National_Library_of_India.
 
Soon it is coming up with online registration facility to read digitized book. For more information and checking the catalogue please visit http://www.nationallibrary.gov.in.
 
It's language divisions acquire, process and provide reading materials in all major Indian languages. The library has separate Indian language divisions for Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Malayalam, Marathi, Oriya, Punjabi, Sanskrit, Sindhi, Tamil, Telugu and Urdu. Sanskrit language division also collects and processes Pali and Prakrit books. Other language books are stacked in the Stack division. Find below the list of some rare collections:
 
 
Assamese Language Collection
Established in 1963 this division has 12,000 books. Some of the important publications are
    - Asamiya Larar Mitra by Anandaram Dhekiyal Phukan,
    - Larabodh Byakaran by Dharmeswar Goswami
    - Prakrit Bhugol by Lambodara Datta
    - Several volumes of Sri Sankardev's Kirattan, Gunamala, Srimad Bhagavad, Bargit, Rukmini Haran Nat, and Ankiyanat
    - Volumes of the periodical Arunodoi (1846-1853, 1856-1858)
 
Bengali Language Collection
The library has 85,000 books in its Bengali collection. The collection contains
    - Early Bengali plays and novels
    - Manuscripts of Sarat Chandra Chattopadhaya, Bibuti Bhushan Bandaopadhaya, Jibanananda Das and Bisnu De
    - 154 letters of Netaji Subhas Chandra Bose written to his nephew Sri Asok Nath Bose and letters to Sarat Chandra Bose
    - Complete set of Rabindranath Tagore's works including 190 first editions, except a few of his early works
    - A Grammar of the Bengal Language (1778) by Nathaniel Brassey Halhed
    - Henry Forster's A Vocabulary in Two parts, English and Bangalee
    - William Carrey's Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language
    - Ram Basu's Raja Pratapaditya Charitra
    - Mrityunjay Vidyalankar's Batris Simhansan
    - Ramayana translated by Krittibas and published in five volumes
    - Mahabharat translated by Kashi Ram Das
    - Chandicharan Munshi's Tota Itihas
    - Jayanarayan Ghosal's Sri Karunanidhanavilasa
    - William Carey's Dictionary of the Bengali Language, 2 volumes
    - 400 titles of Bengali periodicals including many rare 19th century periodicals such as Digdarshan (1818) first Bengali monthly and the first issue of Samachar Darpan (1831) -- the first Bengali weekly.
 
Gujarati Language Collection
The library has 37,000 Gujarati books. 1100 of them are titles published prior to 1900. This collection includes:
    - 30 albums of paintings by Kanu Desai
    - Ancient Jaina miniature paintings are well reproduced in Sri Jaina Chitravali, Sri Jaina Chitra Patavali
    - Other valuable books edited by Sarabhai Nawab
    - Authentic poetic works of medieval Gujarati poets such as Narsinh Meheta, Mirabai, Premanand and Symal Bhat
    - Robert Drummond's Illustrations of Grammatical Parts Guzerattee, Maratta and English Languages
    - Translations of Aesop's Fables by Bapushastri Pandya Raykaval
    - Edalji Patel's Suratani Tavarikh
    - Jnana Chakra --a Gujarati encyclopaedia in 9 volumes
 
Hindi Language Division
Being the national language of India this division has at present 80,000 Hindi books along-with about 1200 rare first issues of important journals including:
    - Many of the publications published by Lulloo Lal, the first printer, publisher and writer of Kolkata including Braja Bhasha Grammar (1811), Lataife Hindi (1821), Rajaniti (1827) and Prem Sagur (1842)
    - Extensive Vocabulary English and Hindoostanee and Hindoostanee and English by John B. Gilchrist
    - Hindi-Roman Orthoepigraphical Ultimatum by John B. Gilchrist
    - Rajneeti by Narayana Pandit
    - Sudamacaritra by Haldhara Dasa
    - Raga Kalpadruma, Baital Pachisi by Duncan Forbes
    - Dictionary of Hindee and English by J. T. Thompson
    - Yavan Bhasa ka Vyakaran by Hooper William
    - Siva Simha Saroja by Siva Simha Senagar
    - Hindi Pradipa edited by Balkrishna Bhatt
    - Brief Account of the Solar System in Hindi
    - A microfilm copy of Bal Bodhini (1874-77) -a monthly journal for women edited by Bharatendu Harischandra.
The division also has a good number of Maithili books.
 
Kannada Language Collection
Started in 1963 it has 32,000 books published between 1891-1931.
    - The collection was the efforts of G. P. Rajaratnam, a noted Kannada author
    - The Kannada collection in the library is particularly useful for the study of the cultural history of Karnataka.
 
Kashmiri Language Collection
Formed in 1983, currently it has 500 Kashmiri books including:
    - Muhammad Yusuf Teng's Shirin Qalm (2 volumes)
    - Wiyur edited by Ghulam Muhammad Rafiq
    - Ghulam Nabi Khyal's Akah Nandun
    - Nurnama (sayings of Nuruddin Wali) compiled by Muhammad Amin Kaim, Fazil and Kashmiri's Krishna Lila.
 
Malayalam Language Collection
Established in 1963, is has 34,500 books.
    - The earliest printed book, Centum Adagia Malabarica, a Latin translation of Malayalam proverbs, dates back to 1791
    - Robert Drummond's Grammar of the Malabar Language
    - Dr Gundart's Malayalam-English Dictionary
    - Vartamanapustakam by Parammachkal Govarnnodoracchan, Appu Nedungadi's Kundalata and Chantu Menan's Indulekha
    - Ramacaritam (earliest known Malayalam work)
    - Works of Niranam (a 15th century poet), Cerussery's Krishnagatha (16th century), Vatakkan Pattukal (Ballads of North Malabar)
    - Ezuttachan's Adhyatama Ramayana
    - Ramaprattu Variyar's Kucelavrtam
    - Kuncan Nampyar's Tullol.
 
Marathi Language Collection
Started with 8900 volumes in 1963 is now has 37,000 books in its collection, which includes:
    - Marathi Books from the Bengal Nagpur Railway Indian Institure, Kharagpur
    - Sir Jadunath Sarkar's collection of about 350 Marathi books, mostly on the history of the Marathas
    - William Carey's A Grammar of the Mahratta Language (1805)
    - Dictionary of the Maharatta Language
    - Simhasana Battisi -
    - Raghuji Bhonsalyaci Vanshavali
    - Vans Kennedy's A Dictionary of Maratta Language
    - Nava Karar
    - A Short Account of Railways by K. Bhatwadekar
    - Charles Hutton's Bijaganit
    - Tukaram's Abhangachi Gatha (1869) edited by Vishnu Parashuram Pandit and Shankar Pandurang Pandit
    - Itihasaprisiddha Purushanche va Striyanche Povade edited by H. A. Acworth
 
Oriya Language Collection
Established only in 1973 currently, the division has 19,500 books.
    - Rev. Amos Sutton's Introductory Grammar of Oriya Language (1831) – Oldest publication in Oriya
    - Jayadeva's Gitagovinda, translated by Dharanidhara
    - Amos Sutton's An Oriya Dictionary, 3 volumes (1841-3)
    - Dharmapustakara Adibhaya (1842-3)
    - Purnacandra Odiabhasa Kosh (1931-40)
    - A lexicon of the Oriya language compiled by Gopalachandra Praharaj.
 
Punjabi Language Collection
A separate division opened in 1974 has many books including:
    - William Carey's A Grammar of Punjabee Language (1812)
    - Samuel Starkey's A Dictionary of English Punjabee (1849)
    - Geographical Description of the Panjab (1850)
    - Bhai Santosh Singh's Guru Paratap Suraj Granthavali (1882)
    - Gurudas Bhai's Vars (1893).
 
 
Sanskrit, Pali and Prakrit Languages Collection
Being the oldest ancient language Sanskrit division has over 20,000 Sanskrit books, printed in the Devanagari script.
    - Almost all Indian language divisions possess Sanskrit works printed in their respective language scripts
    - A rich collection of Sanskrit works edited or translated with original scripts, in English and other foreign languages
    - Apart from Sanskrit, books in Pail and Prakrit languages are also collected and processed (500 books each)
 
Sindhi Language Collection
Since 1957, the library has been building a collection of Sindhi books which has has 2100 Sindhi books including
    - Shah Abdul Latif's Shah Jo Rasalo
    - Shah Abdul Latif's Shah Jo Sher
 
Tamil Language Collection
Formed in 1963, the division currently has 57,000 books. Apart from this, the library has 1000 Tamil books and 300 Tamil manuscripts in the Vaiyapuri Pillai collection.
    - Tamil Bible (1723)
    - John Philip Fabricius's A Malabar and English Dictionary (1779)
    - Tamil translation of John Bunyan's Piligrim's Progress
    - Caldwell's Comparative Grammar of Dravidian Languages
    - Standard editions of five great Sangam Classics.
 
Telugu Language Collection
Started in 1963, the collection has a good number of old Telugu books including:
    - William Carey's Grammar of Telugu Language (1814)
    - C. P. Brown's A Vocabulary of Gentoo and English (1818)
    - Vakyavali (1852)
    - Catalogue of Telugu books in the British Library, London (1912) compiled by L. D. Barnett.
 
Urdu Language Collection
Like Arabic and Persian since the days of Imperial Library, the Urdu collection now contains more than 20,000 books including collections like:
    - Buhar Library
    - Hidayat Husain collection
    - Zakariya collection
    - Imambara collection including Urdu books and manuscripts
    - Uklakhi Hindee or Indian Ethics
    - Mir Muhamad Taki's Kulliuat-e-Mir

Saturday, January 5, 2013

B E College O Model School Ar Ekta Na-Prem-er Kahini

বি. ই. কলেজ মডেল স্কুল আর একটা না-প্রেমের কাহিনী
 
আজকের গল্পটা শিবপুর বি ই কলেজ নিয়ে | গল্পটার উৎস ঠিক খেয়াল নেই | বি. ই. কলেজ নিয়ে প্রচুর লেখা আছে প্রধানত নারায়ন সান্যাল-এর, যিনি বি ই কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন | আরও অনেক আছে | শুনেছিলাম একটা বই ছিল "ইঞ্জিনিয়ারিং কলেজে অমিতাভ" যেটা বি. ই. কলেজ নিয়ে লেখা | কার লেখা মনে নেই, তবে বইমেলাতে অনেক খুজেও পাইনি |
 
এই গল্পটা একটা না-প্রেমের কাহিনী | যারা বি. ই. কলেজ-এ পড়েছেন বা গেছেন তারা জানেন পুরো ক্যাম্পাসটা মেন রাস্তার দুদিকে দুটো নাম | বামদিকে সাহেবপাড়া  : যেখানে মূল ভবন, হোস্টেল ১৪, ১৫ আর ১৬ এবং সিনিয়রদের জন্যে চারটে হল - সেন, সেনগুপ্ত, ম্যাকডোনাল্ড আর রিচার্ডসন | আর রাস্তার ডানদিকে মুচিপাড়া : হোস্টেল ৭, ৮, ৯, ১০ আর ১১, দুটো হল ছেলেদের জন্যে নাম উল্ফেনডেন; অন্যটা মেয়েদের জন্যে, নাম পান্ডিয়া | মুচিপাড়ার মাঝখান দিয়ে চলে গেছে আর একটা রাস্তা যেটা হোস্টেল নয় আর দশের সামনে দিয়ে উচ্চমাধ্যমিক মডেল স্কুলের দিকে গেছে |
 
মডেল স্কুলে ক্লাস নাইন থেকে ছেলে মেয়ে এক সাথে | আমাদের কিছু ছেলের বিকেলে কলেজ থেকে এসে বারান্দায় দাড়িয়ে মন চলে যেত স্কুলফেরত বালিকাদের দিকে | কিছু সম্পর্ক গড়ে উঠলেও, অনেকগুলো গড়ে উঠবে উঠবে করেও করেনি | এইরকম এক সম্পর্ক গড়ে না উঠার কাহিনী আজ |
 
তখন আমরা হোস্টেল দশে থাকি | দুই বন্ধু, নাম ধরে নেওয়া যাক অমল আর বিমল | অমলের মডেল স্কুলের একটি মেয়েকে ভারী পছন্দ | কিন্তু বলবে কিভাবে ? সোজা রাস্তা, যদি মেয়েটিকে কোনোভাবে ইমপ্রেস করা যায় | বিমল অমলের প্রানের বন্ধু, বন্ধুর সাথে ঠিক করলো একদিন স্কুল ছুটির সময় বিমল উল্টোদিক থেকে এসে মেয়েটিকে ইচ্ছে করে একটু ধাক্কা মারবে | প্লান অনুসারে অমল স্কুলের দিক থেকে এসে বিমলের জামার কলার ধরে দু-এক ঘা বসিয়ে দেবে | ধরে নেওয়া যায়, সেই মেয়েটি অমলকে এসে ধন্যবাদ জানাবে এবং সেই সুযোগে প্রেমকাহিনী শুরু হবে | সব ঠিক, প্লান অনুসারে অমল আর বিমল শেষ ক্লাসটা মায়া করে (মানে কেটে পড়ে) হোস্টেল চলে এলো |
 
স্কুল ছুটির সময় হয়েছে | দুজনে প্ল্যান অনুসারে সেই রাস্তায় নিজের নিজের জায়গায় চলে গিয়েছিল | অমল খুব উত্তেজিত, স্কুল ছুটি হয়েছে, সবাই বেরিয়ে আসছে | ওই তো সেই মেয়েটি | অমল দেখল উল্টোদিক থেকে দ্রুত হেঁটে আসছে বন্ধু বিমল | চরম উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনার বশেই ঘটে গেল দুর্ঘটনা |
 
অমল উত্তেজনার বশে ঠিক জায়গায় চলে এলেও, সময়ের একটু ভুল করে ফেলল | বিমল এসে ধাক্কা মারার আগেই অমল হঠাৎ দৌড়ে এসে বিমলের উপর ঝাপিয়ে পড়ল | শুরু হলো কিল-চড়, যেগুলো উত্তেজনার বশে একটু জোরালোই হয়ে গিয়েছিলো | হঠাৎ কলেজের দুই ছাত্রের রাস্তায় মারামারি দেখে আশেপাশে লোকজন জড়ো হতে সময় লাগেনি | মেয়েটি ও তার বন্ধুরাও ঘাবড়ে গিয়ে দাড়িয়ে পড়ে | লোকজন জানতে চাইলে অমল হাঁফাতে হাঁফাতে বলে, "দেখুন না, এই ছেলেটি খুব অসভ্য | মেয়েদের  সন্মান দিতে জানে না | এইতো জিজ্ঞেস করুন না এদের এসে ইচ্ছে করে ধাক্কা মারলো |"
 
মেয়েদের দল অবাক, "কোই এমন তো কিছু হয় নি ! আমাদের সামনে আসতেই হঠাৎ এই দুজন এসে মারামারি শুরু করলো নিজেদের মধ্যে |"
 
বিমল তখন অমলকে প্রানপনে বোঝাতে চাইছে "অমল সময়ের ভুলে সব গণ্ডগোল হয়ে গেছে |" বুঝতে পেরে অমলেরও তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা | জড়ো হওয়া লোকজনের বুঝতে অসুবিধে হলো না যে দুজনের কিছু বদ মতলব ছিল | তারপর সবাই মিলে অমল আর বিমলকে বেশ কয়েক ঘা দিয়ে ছেড়েছিল | তারসাথে জোটে মেয়েদের বক্রোক্তি | দুজনে জামা কাপড় ছিড়ে, মরমে মরে হোস্টেল-এ ফিরে এসেছিল | আমরা কলেজ থেকে ফিরে এসে অনেক পরে দুজনকে দেখতে পাই পাঁচতলার ছাদে জলের ট্যাঙ্কের উপর |
 
দুজনে গাঁজার কল্কেতে টান দিতে দিতে আকাশের তারা গুনছিল |

Friday, January 4, 2013

A Song for all

Dear All

Want to share this nice song of the band  "Chandrabindu".

Regards

Partha